অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু আর্চ বিশপ মজেস কস্তা (৬৯) মারা গেছেন। আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে ক্যাথলিক চার্চের সামাজিক সংগঠন কারিতাসের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ।

জেমস গোমেজ বলেন, ‘মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে আর্চ বিশপ মজেস কস্তার মৃত্যু হয়েছে। চারদিন আগে তিনি দুই দফায় স্ট্রোক করেন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।’

মজেস কস্তা ২০১১ সাল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের আর্চ বিশপ ছিলেন। তিনি নগরীর পাথরঘাটায় রাণী জপমালা গির্জায় আর্চ বিশপ হাউজে থাকতেন। তার জন্ম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া গ্রামে।

আগামীকাল মঙ্গলবার সকাল থেকে মজেস কস্তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য পাথরঘাটা গির্জায় রাখা হবে। দুপুরে পাথরঘাটা এলাকার ক্যাথেড্রাল ধর্মপল্লীর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

আমাদের বাণী ডট কম/১৩ জুলাই  ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।