ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের দ্বন্দ নিরসনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সদর থানা পুলিশের আয়োজনে রোববার বিকেলে জেসি মাধ্যমিক বিদ্যাপিট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি মিজানুর রহমান খান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, সদর থানার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিদ্দিকুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ। উপস্থিত ছিলেন পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটু, সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মিনা, দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক জোয়ার্দ্দার।

প্রধান অতিথি পুলিশ সুপার মো: হাসানুজ্জামান বলেন, এই ইউনিয়নে দীর্ঘদিন ধরে যে বিবাদ চলে আসছে তা বন্ধ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। উভয়পক্ষ যদি চান তাহলেই এ বিরোধ মিমাংসা সম্ভব হবে। পুলিশ সুপার হুশিয়ারি দিয়ে বলেন, আজকের পর থেকে যদি কেউ মারামারি করেন বা মারামারিতে লিপ্ত হন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ভাবেই এখানে মারামারি, বাড়িঘর ভাংচুর সহ্য করা হবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।