রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো বলেছেন, আওয়ামীলীগ সরকার অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আন্তরিকতার সহিত কাজ করছে। এজন্য সরকার বয়স্কভাতা,বিধবাভাতা,প্রতিবন্ধীভাতা সহ নানাবিধি সামাজিক কর্মসূচি চালু করেছে। সরকার চায় এসব কর্মসুচির মধ্যদিয়ে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন হোক।

তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়ন কালে কেউ যদি অবৈধ অর্থ আদায়ের চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বরে সমাজ সেবা অফিস আয়োজিত বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতার কার্ড বিতরন অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আব্দুল খালেক,রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা,মৃগী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।