ডেস্ক রিপোর্ট, ঢাকা;  করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিমানবন্দর বন্ধ হওয়ার আগে বাংলাদেশে এসে আটকে পড়া ২৬৯ প্রবাসী বাংলাদেশিকে নিয়ে ইতালির রোমের উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

আজ মঙ্গলবার (২৪ জুন ২০২০)  দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ এই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা শুরু করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএমপিআর তাহেরা খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, ফ্লাইটের যাত্রীরা ইতালির রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। করোনার আগে দেশে এসে আটকা পড়েন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালি ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।

এর আগে গত ১২ জুন ২৮৭ জনকে নিয়ে ইতালি যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বিশেষ ফ্লাইট। এদিকে ১২ জুন ইতালি যাওয়া ফ্লাইটের এক যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে। সামাজিক নিরাপত্তার কারণে আক্রান্ত ওই যাত্রীর নাম প্রকাশ করেনি ইতালির হাসপাতাল কর্তৃপক্ষ।

আমাদের বাণী ডট কম/২৩ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।