ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোভার স্কাউট গ্রুপের সহচর পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষার হল পরিদর্শন করেন ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ ও রোভার স্কাউট লিডার (আরএসএল) অধ্যাপক ড. আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপ সিনিয়র রোভার মেট মোস্তফা কামাল, সিনিয়র রোভার মেট আখতার হোসেন আজাদ, ওয়াহেদ আলী, জান্নাতুল ফেরদৌস মিরা, ইমামুল হাসান সোহানসহ বিভিন্ন স্তরের রোভার সদস্যরা।

এ বছর ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আগামী ২ এপ্রিল ফলাফলের ভিত্তিতে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপ একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন। ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানাদি, বিশেষ করে ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষার কাজে রোভার সদস্যদের বেশ সুনাম রয়েছে।

এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে রোভার সদস্যরা দক্ষতার সাথে তা মোকাবেলা করে দেশ সেবায় নিজেকে দক্ষ জনসম্পদে পরিণত করে চলেছেন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।