পবিত্র ঈদুল ফিতরের দিনে সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (০৫ জুন) সকাল থেকে রাত পর্যন্ত এসব দুর্ঘটনাগুলো ঘটে। সংবাদদাতাদের পাঠানো খবর অনুযায়ী;-

ঢাকা: ফরিদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কিছু যাত্রী। ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমনিরহাট: লালমনিরহাটে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আট জন। সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি স্মৃতিসৌধে এ দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়য়া পিকআপ ভ্যানের ধাক্কায় নাদিম হোসেন (২৫) নামে শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন পুলিশ সদস্য। সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

অপরদিকে, রাতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক বান্দু মোল্লাহ (৪০) নিহত হয়েছেন। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী, তবারিপাড়া ও ষোল মাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকাল ১০টার দিকে উপজেলার খদ্দর খালিশপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী: নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। দুপুরে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর ভগিরথপুর-শিবপুর উপজেলার সিএনবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পিকআপ ভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুপুরে এ দুর্ঘটনা।

ব‌রিশাল: ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না কলেজ ছাত্র তাওহিদুল ইসলামের (২২)। মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেছে তার প্রাণ। দুপুর ২টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাট: বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে রহিম শেখ (২৬) নামের আরও একজন গুরুত্বর আহত হয়েছেন। রাতে মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার মহেশপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় ইমন মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বিকেলে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।