পাবনার ঈশ্বরদী উপজেলায় রেলগেট এলাকার হরিজন পল্লীতে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত বিসাক্ত ভেজাল মদ পান করে একই দিনে বাবা-ছেলের করুণ মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মার্চ ২০১৯) সকালে বাবার এবং দুপুরে ছেলের মৃত্যু হয়। নিহতরা হলেন- ঈশ্বরদীর মেথরপাড়ার হরিজন সম্প্রদায়ের রমেশ (৬০) ও তার ছেলে সোহাগ (২৭)।

হরিজন সম্প্রদায়ের এক নেতা নাম জানান, তাদের বাড়িতে গত দুই দিন যাবৎ বিয়ের অনুষ্ঠান চলছিল। নিজেদের তৈরি বিষাক্ত বাংলা মদ পান করে সোমবার সকালে প্রথমে রমেশ মারা যান। দুপুরে ছেলে সোহাগও মারা যান। এই বিষাক্ত বাংলা মদ অতিরিক্ত পরিমাণে পান করার কারণেই বাবা- ছেলের মৃত্যু হয়েছে। পরে বাবা ও ছেলেকে পাশাপাশি মাটি চাপা দিয়ে সৎকার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকীর নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমরা জানি না।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।