সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ফাজিল ডিগ্রি সিনিয়র মাদরাসায় জেডিসি ও নবম (ভোক) বার্ষিক পরীক্ষা কেন্দ্র থেকে ৩ বস্তা নকল উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবারের এই ঘটনায় পরীক্ষা কেন্দ্রটির চারজন শিক্ষক এবং এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রের সচিব ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, বৃহস্পতিবার উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলেমিটার দূরে কয়ড়া ফাজিল ডিগ্রি মাদরাসায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি নকলের ছড়াছড়ি দেখতে পান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব হাসান ও একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দীনের সহযোগিতায় শিক্ষার্থীদের কাছ থেকে তিন বস্তা নকল উদ্ধার করা হয়। পরে কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।