এইচএসসি পরীক্ষা ২০২০ এর কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তা প্রকাশ করা হয়।

আগামী ১ এপ্রিল থেকে শুরু হয়ে ৪ মে পর্যন্ত চলবে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা। আর ৫ থেকে ১৩ মে পর্যন্ত এইচএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।

কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস দেখতে ক্লিক করুন

ভ্যেনু কেন্দ্রগুলো মূলকেন্দ্র থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরীক্ষা পরিচালনা করবেন এবং পরীক্ষা শেষে যাবতীয় কাগজপত্র মূলকেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিবেন। আর ব্যবহারিক পরীক্ষা মূল কেন্দ্রে অনুষ্ঠিত হবে। জেলা সদরে ডিসি ও উপজেলা সদরে ইউএনও পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।