ডেস্ক রিপোর্ট, ঢাকা;  প্রায় এক মাস হলো গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা নেগেটিভ এসেছে। তবে তিনি এখনও পুরোপুরি সুস্থ নন।

  • গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটে গত ২৪ জুন ডা. জাফরুল্লাহ’র করোনা ধরা পড়ে। একই কিটে তার করোনা নেগেটিভ আসে ১৩ জুন।

এরপর গত ৩০ জুন ডা. জাফরুল্লাহর অবস্থা আবারও অবনতি হয়। তারপর থেকে এখন পর্যন্ত তার অবস্থা উন্নতির দিকে। তবে তিনি এখনও ভালোভাবে হাঁটতে, স্পষ্টভাবে কথা বলতে পারেন না। তার ফুসফুসও সম্পূর্ণভাবে সেরে ওঠেনি।

  • শনিবার (১১ জুলাই) সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বলেন, তার অবস্থা উন্নতির দিকে, কিন্তু পুরোপুরি সুস্থ হন নাই। আগের মতো অবনতিও হয় নাই।

তিনি আরও বলেন, পুরোপুরি সুস্থ না হলে হাসপাতাল থেকে যাওয়া যাবে না। এই ধরনের আলোচনা, কথাবার্তা এখনও হয় নাই। কারণ তিনি তো এখনও ভালোভাবে হাঁটতে পারেন না। কিছুটা পারেন যেমন ওয়াশরুমে যাওয়া, টুকটাক। তার পা ফুলে রয়েছে এখনও। তার কণ্ঠের কিছুটা উন্নতি হয়েছে, তবে পুরোপুরি হয় নাই। ফুসফুসের অবস্থাও উন্নতির দিকে, তবে পুরোপুরি ভালো হয়নি। তার সব বিষয়গুলো এখনও পরিষ্কার না। তার অবস্থা স্থিতিশীল, উন্নতির দিকে কিছুটা।

আমাদের বাণী ডট কম/১১  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।