ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ জন শিক্ষককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের সবাই মেহেরপুর জেলার গাংনী ডিগ্রি কলেজে কর্মরত।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর)  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, গাংনী ডিগ্রি কলেজ ২০১৬ খ্রিষ্টাব্দের ২৩ মে সরকারি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির কলেজ শাখার ৩১ প্রভাষককে ‘জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০০০’ এর বিধি-৩ এবং ৫ অনুযায়ী অ্যাডহক ভিত্তিতে কলেজ সরকারিকরণের তারিখ থেকে নিয়োগ দেয়া হয়েছে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

আদেশ জারির তারিখ থেকে এসব শিক্ষকের এমপিও বাতিল বলে গণ্য হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আত্তীকৃত শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না বলেও বলা হয়েছে প্রজ্ঞাপনে।

শিক্ষা ও শিক্ষাঙ্গনের সব খবর পেতে আমাদের বাণী ডট কম এর শিক্ষাঙ্গন পাতায় চোখ রাখুন। নিয়মিত শিক্ষা ও শিক্ষাঙ্গনের সব খবর পেতে আমাদের বাণী ফেসবুক পাতায় লাইক দিন। আপনিও লিখতে পারেন আমাদের শিক্ষাঙ্গন  ও মতামত পাতায়। আপনার লেখা পাঠাতে আজই আমাদের ইমেল করুন ”[email protected]” এই ঠিকানায়।

আমাদের বাণী ডট কম/১৫ সেপ্টেম্বর ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।