বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেনে ড. অরুণা বিশ্বাস। আজ বুধবার (২৯ জানুয়ারি) আদেশ জারি করে তাকে এনটিআরসিএর চেয়ারম্যানের দায়িত্ব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে কর্মরত ছিলেন অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস ।

একই আদেশে রাজউকের সদস্য অতিরিক্ত সচিব মো. আজহারুল ইসলাম খানকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক, বেপজার সদস্য অতিরিক্ত সচিব মিজানুর রহমানকে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার চেয়ারম্যান, অতিরিক্ত সচিব মো. মাহফুজুল কাদেরকে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য এবং অতিরিক্ত সচিব বেগম শিরিন দেলহুরকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্যের দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেথ্য; বেসরকারি স্কুল কলেজে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব  নিবন্ধন পরীক্ষার মাধ্যমে এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে সরকার। ২০১৮ সালের ১৪ নভেম্বরে অতিরিক্ত সচিব এস এম আশফাক হুসেন এনটিআরসিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।