শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি এখন আর তদবিরে হবে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখন ইন্টারনেটে পাওয়া যায় যায়। কোন প্রতিষ্ঠানের কোন যোগ্যতা রয়েছে, তা এখন আর অজানা থাকে না। দেশ এখন শিক্ষার প্রসারে এগিয়ে যাচ্ছে। তাই আমরা এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করতে সক্ষম হয়েছি।’

ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিবচর উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে দেশে সাক্ষরতার হার শতকরা ২২ ভাগ বেড়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী ২০০১ খ্রিষ্টাব্দের শুরুতে দেশে সাক্ষরতার হার ছিল প্রায় ৬৫ ভাগ। বিএনপি ক্ষমতায় আসার পর ২০০৯ খ্রিষ্টাব্দের পর্যন্ত তা কমে দাঁড়িয়েছিল শতকরা ৫২ ভাগে। ২০০৯ খ্রিষ্টাব্দের পর থেকে এখন পর্যন্ত তা বেড়ে হয়েছে ৭৪ ভাগ।’

মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, ‘যে দেশের মানুষ এক সময় খেতে-পরতে পারতো না, মাথার ওপর কোনো ঠাঁই ছিল না, সেই দেশ এখন সফটওয়্যার রপ্তানির সক্ষমতা রাখে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।