প্রতিষ্ঠান পরিবর্তন ও বদলি ব্যবস্থা চালুর দাবিতে শুক্রবার (২৫ অক্টোবর) অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির ব্যানারে সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করবেন তারা।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির আহবায়ক হারুন অর রশিদ জানান, বদলি ব্যবস্থা চালুর দাবিতে বিভিন্ন সময়ে সংশ্লিষ্টদের সাথে সাক্ষাৎ,স্মারকলিপি দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা ইতিবাচক আশ্বাস দিলেও বদলির প্রজ্ঞাপন বা অফিস আদেশ জারি করেনি। বাধ্য হয়ে আামরা আন্দোলনে যাচ্ছি।

সংগঠনটির সদস্য সচিব সিরাজুল ইসলাম জানান, বেসরকারি শিক্ষকদের বদলি ও ইনডেক্সধারীদের প্রতিষ্ঠান পরিবর্তন বিষয়টি এমপিও নীতিমালা ২০১৮তে উল্লেখ থাকলেও বদলি চালু না হওয়ায় হতাশ হচ্ছেন শিক্ষকরা। পাশাপাশি নীতিমালা অনুসারে ইনডেক্সধারীদের বিভাগীয় প্রার্থী হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠানের পরিবর্তন সুযোগ দিতে হবে,প্রত্যেক গনবিজ্ঞপ্তির পুর্বে ইনডেক্সধারীদের সার্কোলার আহবান করলে শুন্যপদ কমবে না বলে মন্তব্য করেন শিক্ষক নেতা সিরাজুল ইসলাম ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।