শিক্ষক নাসির উদ্দিন

ঢাকাঃ এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (এসেব) এর ফার্মগেট জোনের নবনির্বাচিত কমিটির আইন সম্পাদক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় শিক্ষক নাসির উদ্দিন। যিনি ফার্মগেট এলাকায় নাসির স্যার নামেই পরিচিত।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফার্মগেটস্থ গিয়াস উদ্দীন মিল্কী অডিটোরিয়ামে এসেব ফার্মগেট জোনের সদস্যদের ভোট গ্রহণের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠিত হয়। এতে মোস্তফা পাটোওয়ারী সভাপতি ও মাহাবুব আরেফিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এদিকে এসেব সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আইন সম্পাদক নাসির উদ্দিন পেয়েছেন ভোটে অংশগ্রহণকারী ৭১ ভোটারের ৪৯ ভোট। তার প্রতিদ্বন্দী প্রার্থী পেয়েছেন মাত্র ২২ ভোট।

শুধুমাত্র এসেব সদস্যদের মধ্যেই নয় পুরো ফার্মগেট শিক্ষা জোনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তুমুল জনপ্রিয় শিক্ষক নাসির উদ্দিন।

চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান শিক্ষক নাসির উদ্দিন আইডিয়াল পাবলিক কলেজের সাবেক বিভাগীয় প্রধান, বি সি আই কলেজ (ঢাকা) এবং ঢাকা ওরিয়েন্টাল কলেজেও প্রভাষক হিসেবে শিক্ষকতা করে হিসাব বিজ্ঞান বিভাগে জনপ্রিয়তা অর্জন করেছেন। সাধারণ মানুষের কথা ভেবে প্রতিষ্ঠা করেছেন ব্লাড ব্যাংকিং কার্যক্রম। এর বাইরেও জাতীয় লেখক হিসেবে তিনি পরিচিতি অর্জন করেছে। শিক্ষকতার পাশাপাশি ই-কমার্স ব্যবসায়েও সফলতা দেখিয়েছেন তিনি।

নবনির্বাচিত এসেব কমিটির এই আইন সম্পাদককে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীর ভালোবাসা আমাকে আজ এখানে নিয়ে এসেছে। আপনারা জানেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস আমাদের শিক্ষা ব্যবস্থাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। আমরা শিক্ষক আমাদের পরিবারের প্রধান সদস্য শিক্ষার্থী আর এই শিক্ষার্থীদের সাথে প্রায় ৭/৮ মাস আমাদের দেখা নেই। তবুও শিক্ষার্থীদেরকে বলব তোমরা ঘরে থাকো বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করো। করোনা দূর হলে অবশ্যই আমার দেখা হবে। ঘরে বসেই তোমরা পড়াশুনা চালিয়ে যাও।

উল্লেখ্য, ছায়া শিক্ষা হিসেবে এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (এসেব) দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।