লক্ষ্মীপুর সংবাদদাতা; জেলার  কমলনগর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা যাওয়ার দুইদিন পর করোনায় সংক্রমিত হয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। নিহত ওই নারীর নাম শাহেরা বেগম (৫০)। তিনি উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকার মৃত আমিন উল্যার স্ত্রী।

  • গত বুধবার তিনি উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর শনিবার রাতে তার করোনা পজিটিভ আসে। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমলনগর উপজেলায় এটাই প্রথম মৃত্যু।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, ওই নারী কয়েকদিন জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগে মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এরই মধ্যে অবস্থার অবনতি ঘটে বুধবার তার মৃত্যু হয়। শনিবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে ওই নারীর করোনা পজিটিভ আসে।

  • তিনি বলেন, এতে নিশ্চিত হওয়া যায় তিনি করোনায় সংক্রমিত হয়েই মারা গেছেন। আর কমলনগর উপজেলায় করোনা সংক্রমিত হয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৩ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪  জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১০১৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২  হাজার ৮৫৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। নতুন করে ৫৭৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন। ৫৯টি ল্যাবে মোট ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৬৩৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি। শনাক্তের হার ২১.১৩। করোনায় নতুন যে ৪৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন এবং চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন।

আমাদের বাণী ডট কম/১৩ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।