হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। কুষ্টিয়া জেলা প্রশাসকসহ কুষ্টিয়ায় আজ আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১১১জনে।

  • আজ শনিবার (৬ জুন ২০২০) রাত সাড়ে সাতটায় আমাদের বাণী ডট কম কে নিশ্চিত  করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার এস এম আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, জেলা প্রশাসক স্যারের সামান্য জ্বর আছে এছাড়া তিন সম্পূর্ণ সুস্থ আছেন।

কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত বলেন, ডিসি সুস্থ আছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। সুস্থতার জন্য জেলা প্রশাসক মো. আসলাম হোসেন সবার দোয়া চেয়েছেন।  দেশে করোনা ধরা পড়ার পর থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন অসহায় মানুষের পাশে ছিলেন। শুক্রবার ছুটির দিনেও তিনি অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবের প্রাপ্ত তথ্য মতে, আজ কুষ্টিয়ায় ১১১ টি নমুনার মধ্যে কুষ্টিয়ার ৬৮টি পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে কুষ্টিয়ার ৭  জনের করোনা পজিটিভ এসেছে। এর বাইরে মেহেরপুরের ২টি, চুয়াডাঙ্গার ১টি, মাগুরা ১ টি ও নড়াইলের ১ টি নমুনা পজেটিভ বলে সনাক্ত হয়। বাকি ফলগুলো নেগেটিভ আসে।

সিভিল সার্জন ডাক্তার এস এম আনোয়ারুল ইসলাম আমাদের বাণী ডট কম কে আরও জানান, নতুন আক্রান্তের মধ্যে কুমারখালী উপজেলার পাইকপাড়াতে দুই জন, কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১ জন। ভেড়ামারা উপজেলাতে ৪ জন, এদের বাড়ী বামনপাড়া, বাহাদুরপুর, আরকানদিতে । আজকে সনাক্তদের মধ্যে ২ জনের বয়স ২১- ৩০ বছর ,৩ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৪০-৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে। আজকে নতুন সনাক্ত সবাই পুরুষ।

নতুন ৭  জন সহ শনাক্তকৃত ১১১ জনের মধ্যে দৌলতপুর উপজেলায় ২৩  জন, ভেড়ামারা উপজেলায় ১৯  জন, মিরপুর উপজেলায় ১২ জন, সদর উপজেলায় ৩২ জন, কুমারখালী উপজেলায় ১৮ জন ও খোকসা উপজেলায় ৭ জন। এদের মধ্যে পুরুষ রোগী ৮৫ জন ও নারী ২৬ জন।

মোট ১১১  জনের মধ্যে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৯ জন এবং উপজেলা ভিত্তিক সুস্থ ২৯ জন (দৌলতপুর ১১, ভেড়ামারায় ২, মিরপুরে ৫ জন , সদর উপজেলায় ৪ জন, কুমারখালীয় ৬ জন ও খোকসায় ১ জন) বহিরাগত সুস্থ ২ জন।
আমাদের বাণী ডট কম/০৬ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।