নিজস্ব সংবাদদাতা, রাজশাহী;  বিশ্বে দাবানলের মত ছড়িয়ে পরা  করোনাভাইরাসের প্রকোপের পর থেকে স্থবির হয়ে পড়েছে সারাদেশের ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের জীবনযাত্রা। এর সঙ্গে অসহায় হয়ে পড়েছে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। গচ্ছিত তহবিল শেষ হতেই পরিবারে শুরু হয়েছে আর্থিক অনটন।করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে প্রতিবেশীকে সহযোগিতা করলেই অ্যাসাইনমেন্টের পাঁচ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাওন উদ্দিন। গতকাল সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে এমন ঘোষণা দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ওই শিক্ষক লিখেন, ‘আশপাশের তথা প্রতিবেশীদের খোঁজ-খবর রাখ। সহযোগিতা করো। করতে পারলে এসাইনমেন্টের ৫ নম্বর দেব।’

ওই স্টাটাসে শিক্ষক শাওন উদ্দীন আরও লেখেন, ‘আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ (এমবিএ দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ বর্ষ প্রথম ও প্রথম বর্ষ প্রথম সেমিস্টার) বিশ্বের এই মহাসংকটে তোমরা নিজ নিজ বাড়িতে পরিবারকে নিয়ে সুস্থ থাকো। কোর্সের পড়ালেখা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নাই। বিশ্ববিদ্যালয় খুললে আবার শ্রেণিকক্ষে পড়ালেখা হবে। আমার কোর্সের পড়ালেখা শ্রেণিকক্ষে সামনাসামনিই হবে। নো অনলাইন। তবে গল্প, উপন্যাস, গবেষণাকর্ম ইত্যাদি পড়। কোর্সের বাইরের এই পড়ালেখাগুলো ভীষণ কাজে দেবে। আশপাশের তথা প্রতিবেশীদের খোঁজ-খবর রাখ। সহযোগিতা করো। করতে পারলে এসাইনমেন্টের পাঁচ নম্বর দেব।’

ওই শিক্ষক লেখেন, ‘এখনো গড়ে তিন মাস ক্যাম্পাস বন্ধ থাকে। আর বর্তমান অবস্থায় পড়ালেখা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছুই নাই। যদি ছয় মাসের বেশি বন্ধ থাকে তখন দেখা যাবে।’

জানতে চাইলে শিক্ষক শাওন উদ্দিন বলেন, ‘সারা বিশ্বেই এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাংলাদেশেও নানা কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থেকেছে অতীতেও। হয়তো এরকম পরিস্থিতে না। কিন্তু ঈদ বা অন্য কোনো কারণে আরও অনেক বেশি দিনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থেকেছে। এখন মাত্র এক সপ্তাহ ধরে ইউনিভার্সিটি বন্ধ আছে এখন অনলাইনে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের প্যানিক করা আমার মতে উচ্চ শিক্ষার সাথে যায় না।’

নম্বরের প্রসঙ্গে এই শিক্ষক বলেন, ‘আমি শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করতে এমনটা বলেছি। ছুটির পরে তারা সত্যিই যদি আমাকে এসে বলে এমন কাজ করেছি তাহলে নম্বর দেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আমরা দুইজনের দেহে কোভিড ১৯ সংক্রমণ নিশ্চিত করেছি। তারা দুজনই পুরুষ। একজন সৌদি আরব থেকে ভ্রমণ করে এসেছেন। আরেকজনের দেশেই ছিলেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫১  জনে এবং মৃতের সংখ্যা ৫। গত ২৪ ঘন্টায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এছাড়া সর্বোমোট ১৬০২ জনের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। আজ মঙ্গলবার (৩১ মার্চ ২০২০)  দুপুর ৩ টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আমাদের বাণী ডট কম/৩১ মার্চ ২০২০/পিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।