নিজস্ব সংবাদদাতা, ঢাকা; ভারতের হকার আন্দোলনের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারতীয় জাতীয় হকার ফেডারেশনের আয়োজনে কলকাতার ওয়েলিংটন স্কয়ারে আগামী ২৬ শে ফেব্রুয়ারী  থেকে ১লা মার্চ ৫-দিন ব্যাপী কনফারেন্সের আয়োজন করা হচ্ছে৷এতে ছাত্র, শিক্ষক, লেখক, শ্রমিক নেতা, বুদ্ধিজীবীসহ সারা বিশ্বের ৪০টি দেশের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত থাকবেন৷

উক্ত কনফারেন্সে বাংলাদেশের পক্ষ হতে বাংলাদেশ হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সেকান্দার হায়াতের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহন করবে। যেখানে বাংলাদেশের ছাত্রদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা কলেজ সংসদের সভাপতি বিএম জোবায়ের প্রধান৷

বিএম জোবায়ের প্রধান উক্ত কনফারেন্সে বাংলাদেশের ছাত্র আন্দোলনের নানান দিক নিয়ে তার অভিজ্ঞতা তুলে ধরবেন। একই সাথে বাংলাদেশের শ্রমিক মেহনতী মানুষের পক্ষে কথা বলবেন এবং বিশ্বের হকার-শ্রমিক জনতার মুক্তির সংগ্রামকে বেগবান করার জন্য ও শ্রমিক ভাইদের মুক্তির জন্য বিশ্বের অন্যান্য দেশের নেতৃবৃন্দের সাথে কথা বলবেন।

বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে শ্রমিক নেতা, শিক্ষক, মানবাধিকার কর্মী ও বুদ্ধিজীবীসহ অন্যান্য পেশার প্রতিনিধি থাকবেন। উক্ত কনফারেন্সে ২৪ টি সেমিনার ছাড়াও মহিলা হকারদের পদযাত্রা, রাস্তায় বিক্রেতাদের জাতীয় একাডেমিক কংগ্রেস, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আমাদের বাণী ডট কম/২৩ ফেব্রুয়ারি ২০২০/এপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।