পটুয়াখালীর কলাপাড়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীরা অন্দোলনে থাকলেও মেয়রের আন্তরিকতায় পৌরবাসী নিরবচ্ছিন্ন পানি পাচ্ছেন। চাকুরী জাতীয়করণের দাবিতে যখন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় অন্দোলনে করছে। ঠিক সেই মুহুর্তে পৌরবাসীর নাগরিক সুবিধা যাতে বিঘ্নিত না হয় সে জন্য পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ব্যস্ত সময় কাটিয়েছেন।

বিদ্যুত না থাকায় পানি সরবরাহ সঞ্চালন লাইনের ইঞ্জিন রুমে ঢুকে তিনি নিজেই মটর চালু করে সচল রাখেন পানি সরবরাহ। এর ফলে পৌরসভায় পানি সরবরাহ সচল ছিল।

এদিকে মেয়র এ আন্তরিকতায় খুশি পৌরবাসী। এ ব্যাপারে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, পৌর কর্মচারীদের যতোদিনই আন্দোলন চলুক না কেন পৌরবাসী সব ধরনের সুযোগ সুবিধা পাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।