ডেস্ক রিপোর্ট, ঢাকা;   কাতারে স্থানীয় মানুষদের থেকে প্রবাসী শ্রমিকেরা বেশি হারে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। নতুন একটি গবেষণার তথ্য উল্লেখ করে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, দেশটির আক্রান্তদের মধ্যে বাংলাদেশি, ভারতীয় এবং নেপালিদের সংখ্যা বেশি।

কাতারের স্বাস্থ্য বিষয়ক গবেষণা কেন্দ্র ওয়েল কর্নেল মেডিসিনের এই জরিপে বৃহস্পতিবার বলা হয়, আক্রান্তদের মধ্যে বাংলাদেশি ১৪ শতাংশ, ভারতের ৪০ শতাংশ এবং নেপালের নাগরিক রয়েছেন ১৮ শতাংশ।

প্রবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল আরেক দেশ বাহরাইনেও প্রায় একই অবস্থা। দেশটিতে এখন পর্যন্ত ৩৭ হাজার মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার জনকে শনাক্ত করা হয় কন্টাক্ট ট্রেস অ্যাকসেসের মাধ্যমে।

এই ৬ হাজার রোগীর মধ্যে ২ হাজার ৬০০ জন ভারতের, ১ হাজার ২৬০ জন বাংলাদেশের। ৪০০ জনের মতো নেপাল এবং পাকিস্তানের।

গত ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া নতুন এই রোগটিতে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ১৬ হাজার ৪৮৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখ ৩১ হাজার ১৭৭ হন। বিপরীতে সুস্থ হয়েছেন ৯৩ লাখ ৯২ হাজার ১৩৪ জন।

আমাদের বাণী ডট কম/২৩  জুলাই ২০২০/পিপিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।