গাজীপুর  সংবাদদাত; জেলায় কাপাসিয়া উপজেলায় ঋণ গ্রহীতার কাছ থেকে জোর করে কিস্তির টাকা আদায় করার অভিযোগে একটি ঋণ দানকারী বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন ২০২০) কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও ইসমত আরা বলেন, ‘গত ২৩ জুন এক সরকারি নির্দেশনায় বলা হয়েছে- ‘‘করোনাভাইরাস মহামারির মধ্যে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনজিওর সদস্য/গ্রাহককে ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধে জোর/বাধ্য করা যাবে না।’’ তারপরও বৃহস্পতিবার সকালে উপজেলার দস্যূ নারায়ণপুর গ্রামে বেসরকারি সংস্থা ‘‘সেবা’’র ঋণগ্রহীতা হোসেন আলীর বাড়িতে গিয়ে তার কাছে ওই এনজিওর কর্মীরা কিস্তির টাকা পরিশোধের জন্য চাপ দেন।’

ইউএনও বলেন, ‘খবর পেয়ে সেখানে গিয়ে ওই এনজিওর ব্যবস্থাপক নাজমুল হাসানকে ডেকে আনা হয়। পরে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং নাজমুল হাসানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।’

আমাদের বাণী ডট কম/২৬ জুন ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।