জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা;  বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এ প্রান্ত থেকে ও প্রান্ত বিশ্বের প্রতিটি দেশেই যেন বিদ্যুতের গতিতে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর সংখ্যা। সাথে লাশের মিছিলও হচ্ছে বড়। এ আতঙ্ক উৎকণ্ঠার মধ্যেও থেমে নেই বাল্যবিবাহ।  জেলার কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে বাল্যবিবাহের অপরাধে বর ও কনের পরিবারকে জরিমানা আদায় করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ ২০২০) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার।

এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর জেলার শেখহাটি গ্রাম থেকে কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের আকিদুল ইসলামের বাড়িতে বর ও কনে অবস্থান করছে।

সেসময় সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ধারায় বর লালন হোসেনকে ৫ হাজার টাকা ও হেলাই গ্রামের মেয়ের পিতা আকিদুল ইসলামকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং পূর্ণাঙ্গ বয়স না হওয়া পর্যন্ত বর ও কনেকে আলাদা থাকবে বলে মুচলেকা প্রদান করা হয়।

আমাদের বাণী ডট কম/২৪ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।