জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা; বাল্য বিয়ের অপরাধে বর ও কনে পক্ষকে জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে জেলার কালীগঞ্জ উপজেলার পল্লীতে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার। গত পাঁচদিন আগে তাদের পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুপালী সরকার জানান, পাঁচদিন আগে গোপনে উপজেলার বেথুলী দাসপাড়ার বিপুল দাসের সপ্তম শ্রেণির শিক্ষার্থীর সাথে একই উপজেলার ফুলবাড়ি গ্রামের স্বরজিত দাসের ছেলে সাগর দাসের বিয়ে হয়। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থলে পৌছে বরের বাবাকে ২০ হাজার ও কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে উভয়কে ১৫ দিনের জেল ঘোষণা করা হয়।

সাথে সাথে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বর ও কনেকে পৃথক রাখার ব্যাপারে অভিভাবকদের অঙ্গীকার করানো হয়। এ সময় পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমাদের বাণী ডট কম/১৪ মার্চ ২০২০/সিএই 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।