ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা কর্তৃক কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ড, নতুন বাজার, বৈশাখী মোড়, সোনালী ব্যাংক মোড়, কালীবাড়ি মোড় এবং নলডাঙ্গা রোডে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় মাস্ক ব্যবহার না করা এবং ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ১২টি মামলা দেন এবং ৩৪০০ টাকা জরিমানা করেন। অভিযান কালে গণ-পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করার বিষয়ে সর্তক করা হয় যাত্রী বেশি বাস গুলোতে।

এ অভিযান অব্যাহত থাকবে। সকলের প্রতি অনুরোধ, মাস্ক পরিধান করে নিজে ভালো থাকুন, অন্যান্যের ভালো থাকতে সহায়তা করুন। অপর দিকে কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে মাস্ক ব্যবহার না করায় সেখানে আর ও ৬ জনকে মোবাইল কোট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে সেখানে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/১৯  আগস্ট ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।