রাজবাড়ী কালুখালী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বুধবার উপজেলা মৎস্য দপ্তর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মৎস্য অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম। লিখিত বক্তব্যে তিনি কালুখালী উপজেলার মৎস্য চাষের অপার সম্ভাবনা ও সফলতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, কালুখালী উপজেলা মাছ চাষে দেশের মডেল হতে চলেছে। এ লক্ষে ৪২ টি জলাশয় পুনখনন করা হয়েছে।১৫ শ মাছ চাষীকে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষন দেওয়া হয়েছে। প্রদর্শনীর মাধ্যমে এখানে নতুন প্রজাতির গুলশা টেংরা,পাবদা ও শিং মাছের চাষ শুরু হয়েছে।মুক্তা চাষের পরিকল্পনা করা হচ্ছে।

লিখিত বক্তব্য শেষে কালুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,সাংবাদিক নাসির হাসান,আবু সাঈদ সহ বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালামকে লিখিত বক্তব্যের বিষয়ে প্রশ্ন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।