সহায়ক প্রযুক্তির ব্যবহার,অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার- এই প্রতিপাদ্য সামনে রেখে  মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়।

র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জিল্লুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আঃ খালেক, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা,জিল্লুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন,রতনদিয়া ইউপির সদস্য মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে উপজেলা সমাজ সেবা অফিস গত সোমবার সন্ধা থেকে নীল বাতি প্রজ্জলন কর্মসূচি চালু করেছে।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।