কিশোরগঞ্জ সংবাদদাতা; জেলায় একদিনে নতুন করে ৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এক দিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড এটি। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের  সংখ্যা ৯০০ ছাড়িয়েছে।

  • গতকাল রবিবার (১৪ জুন ২০২০) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য পাওয়া যায়। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৭ জন।

আজ সোমবার (১৫ জুন ২০২০)  সকালে  এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন, হোসেনপুর উপজেলায় ৩ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ৪ জন, কটিয়াদী উপজেলায় ১৪ জন, কুলিয়ারচর উপজেলায় ২২ জন, ভৈরব উপজেলায় রয়েছেন ১৫ জন ও মিঠামইন উপজেলায় ১ জন।

  • সিভিল সার্জন জানান, ৮ জুন (সোমবার) জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করা ১৯৩ জনের নমুনা মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়েছিল। অন্যদিকে ৯ জুন (মঙ্গলবার) জেলা থেকে সংগৃহীত ৯৪ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ৬৯ জনের রিপোর্টে করোনা পজেটিভ আসে। ফলে জেলায় এ পর্যন্ত ৯৪৮ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে মৃত ব্যাক্তি রয়েছেন ১৭ জন।

উপজেলাওয়ারী হিসেবে এ পর্যন্ত কোভিড রোগী পাওয়া গেছে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৫৩ জন, হোসেনপুর উপজেলায় ২১ জন, করিমগঞ্জ উপজেলায় ৬৭ জন, তাড়াইল উপজেলায় ৬২ জন, পাকুন্দিয়া উপজেলায় ৪৪ জন, কটিয়াদী উপজেলায় ৫১ জন, কুলিয়ারচর উপজেলায় ৫৯ জন, ভৈরব উপজেলায় ৩৬৪ জন, নিকলী উপজেলায় ১৪ জন, বাজিতপুর উপজেলায় ৫৭ জন, ইটনা উপজেলায় ২৩ জন, মিঠামইন উপজেলায় ২৭ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৬ জন।

  • এর মধ্যে সদরে ৪ জন, হোসেনপুর উপজেলায় ১ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, কটিয়াদী উপজেলায় ১ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, ভৈরব উপজেলায় ৬ জন, বাজিতপুর উপজেলায় ১ জন ও মিঠামইন উপজেলায় ১ জন মারা যান।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭  হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।