কুষ্টিয়া জেলা সংবাদদাতাঃ কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের সদ্য নির্মিত এলজিইডির রাস্তা ওভারলোডিং ৬ চাকার বালি ভর্ত্তি ট্রাক ঢুকায় রাস্তার দু’পাশে ভেঙ্গে ফাটল সৃষ্টি হয়েছে।

এতে একদিকে সরকারের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে অপরদিকে জনগণের ক্ষোভের দ্বারা সৃষ্টি হয়েছে।

হাতে গোনা মাত্র কয়েকজন বালুখেকো অবৈধ ব্যবসার কাছে জিম্মি হয়ে পড়েছে সরকার তথা স্থানীয় গ্রামবাসীরা।

মুখ ফুটে কেউ কথা বলতে পারছে না তাদের দৌরাত্ম্যে। এখনই যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে প্রশাসন অনতিবিলম্বে এলজিইডির শুধু চাঁদপুরগামী নয় উপজেলার সকল রাস্তায় এভাবে ধ্বংস হয়ে যাবে বলে স্থানীয় গ্রামবাসী ও অভিজ্ঞ মহল মনে করছে।

বিষয়টি অতি গুরুত্বপূর্ণ ওজনও গুরুত্বপূর্ণ হওয়ায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে গ্রামবাসী।

অপরদিকে ভালো ব্যবসায়ী খেকোদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা সাংবাদিকদের সাথে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।