হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  ২৪ ঘণ্টায় কলেজ শিক্ষক, কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই ২০২০)  কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৃত ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (৩৫), মিরপুর উপজেলার হালসা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক মোজাহার আলী (৫৮) এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমী (৪৮)।

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, নুর উদ্দিন ডায়বেটিসের রোগী ছিলেন। ৩ জুলাই নুর উদ্দিনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয় এবং তার অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা থেকেই তাকে ঢাকায় নেয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত তিনটায় তার মৃত্যু হয়। তার বাড়ি মেহেরপুর জেলার দারিয়াপুরে।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়াতে কর্মরত কোনো চিকিৎসকের মৃত্যু এটিই প্রথম। এছাড়া শিমুল বিশ্বাস এবং মোজাহার আলীর গত সপ্তাহে করোনা পজেটিভ হওয়ার পর তারা নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। শিমুলের অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিমুল এবং শুক্রবার ভোর রাতে মোজাহার আলীর নিজ বাড়িতে মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ১৬ জুলাই পর্যন্ত জেলায় ১ হাজার ১০৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৬২০ জন। নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪১৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৪৩ জন। শুক্রবার পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ২৪।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১৭ জুলাই ২০২০)  গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১জনের মৃত্যু হয়েছে।  একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৪ জন। মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ আট হাজার ৭২৫ জন।

আমাদের বাণী ডট কম/১৭  জুলাই ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।