কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ৫ এপ্রিল রাতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা ভাষা শেখ(৪৮) হত্যা মামলার প্রধান আসামী ভাতিজা বাদশা কে গ্রেফতার করেছে মিরপুর থানা আহাম্মদপুর পুলিশ ক্যাম্প আইসি এস আই সোলাইমান হোসেনের নেত্বিত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে খিলগাঁও থানার বাদশার আত্মিয়ের বাড়ি থেকে গ্রেফতার করে।

উল্লেখ্য গত শুক্রবার রাত ৯টার দিকে পোড়াদহ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত ভাষা শেখ পোড়াদহ এলাকার আব্দুল গণি শেখের ছেলে। সে পোড়াদহ বাজারে একটি চায়ের দোকানী।

স্থানীযরা জানায়  শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভাষা ও তার ভাতিজা বাদশা(২৬) কথাকাটাকাটির এক পর্যায়ে বাদশা ভাষাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাই।

পরে এলাকাবাসী ভাষাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মিরপুর থানার (ওসি) আবুল কালাম জানান পারিবারিক কলহের জের ধরে এঘটনা ঘটেছে। এঘটনায় অভিযুক্ত বাদশা পলাতক রয়েছে। নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় মামলা নং ৭ তারিখ ০৫/০৪/২০১৯ ইং ধারা ৩০২/৩৪/১০৯।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।