শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রওশন আরা খাতুন (৫৫) নামের এক গৃহবধূ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

রওশন আরা খাতুন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুর দৌলতপুর গ্রামের বাসিন্দা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রওশন আরার পরিবার সুত্রে জানা যায়, এর আগে রওশন আরা তাঁর বাড়ি থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। গত বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করা হয়েছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সমন্বয়কারী জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ এ এস এম মুসা কবির বলেন, ভর্তির পর থেকেই রওশন আরার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহীতে তাঁর মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। এর আগে দৌলতপুর উপজেলার শ্যামনগর গ্রামের জোসনা খাতুন (৫৫) ও ভেড়ামারার কাজীহাটা গ্রামের মিনা খাতুন (২১) নামের দুই গৃহবধূ ডেঙ্গুতে মারা গেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।