প্রায়ত কবি ও স্হপতি রবিউল হুসাইন এর স্মরণে বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতি সংসদ এর আয়োজনে কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সহযোগিতায়, আলোচনা-স্মৃতিচারণ-কবিতা পাঠ কুষ্টিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত টেগর লজে অনুষ্ঠিত হল।

প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, আলোচক ছিলেন সাবেক সচিব কাজী আখতার হোসেন, কুষ্টিয়ার বিশিষ্ট গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লালিম হক, কবি ও চিত্র শিল্পী শেখ রবিউল হক।সূচনা বক্তব্য দেন শংক্খ শেখর চক্রবতী, সভাপ্রধান ছিলেন অধ্যাপক শিশির কুমার রায়। সন্চালনা করেন আব্দুর রহমান। এছাড়াও কুষ্টিয়ার বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত ছিলেন ।

আলোচকদের আবেগঘন বক্তব্যে অনুষ্ঠানটি ভরাকান্ত হয়ে উঠে। কবি রবিউল হুসাইন এর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়এবং আগামী দিনের কবি রবিউল হুসাইন স্মরণে কি কি করা যায় এগুলো বিষয় উঠে আসে আলোচনায় । আগামী প্রজন্মের কাছে রবিউল হুসাইনের কবিতা ও তাঁর সৃজনশীলতা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে দ্বিতীয় ভাগে কুষ্টিয়ার আবৃত্তি পরিষদের সদস্যবৃন্দ কবি ও স্হপতি রবিউল হুসাইন এর কবিতা গ্রন্হ থেকে কবিতা পাঠ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।