গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশুসহ আরো ৩৬ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই ৩৬ জন রোগী ভর্তি হয়। বর্তমান কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশুসহ মোট ৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৮৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোসাঃ নরুন-নাহার বেগম জানান, কুষ্টিয়ায় দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দিন রাত ২৪ ঘন্টা আমরা এই সমস্ত ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, চিকিৎসাসেবা দিতে কিছুটা হিমশিম খেতে হলেও আমরা সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, কুষ্টিয়া ছাড়াও এর আশপাশ জেলার ডেঙ্গু আক্রান্তরা এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গত ৭ জুলাই প্রথম একজন রোগীর ডেঙ্গু সনাক্ত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।