মোস্তাফিজার রহমান ( জাহাঙ্গীর) কুড়িগ্রাম জেলা সংবাদদাতা; কুড়িগ্রামে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায় বলেও জানায় পুলিশ। অভিযানে , জিহাদি বই, নথি, সদস্য ফরম, রিসিভসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (০৪ মার্চ ২০২০) ভোরে এই অভিযান চালানো হয় বলে দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান।

আটককৃতরা হলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিখোচা গ্রামের আব্দুল মালেকের ছেলে ওমর ফারুক (২১), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড়ার তৈয়ব আলীর ছেলে আতিকুর রহমান (১৮), উলিপুরের পশ্চিম কালুডাঙ্গার আনোয়ারুল ইসলামের ছেলে আতাউর রহমান (১৯), চিলমারীর জুম্মাপাড়ার আব্দুস সালামের ছেলে মোতালিব মিয়া (১৬), রাজিবপুরের চর-ভেলামারীর মৃত মফিজ উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (২০) এবং উলিপুরের তবকপুরের এবাদুল হকের ছেলে মামুনুর রশিদ (২০)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, বিভিন্ন ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে সাংগঠনিক বইপত্র, জিহাদি বই, নথি, সদস্য ফরম, রিসিভসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

আমাদের বাণী ডট কম/০৪ মার্চ ২০২০/সিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।