হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; ‘দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জেলার খোকসা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ পালিত হল।

আজ মঙ্গলবার (১০ মার্চ ২০২০) সকালে উপজেলার সবুজ চত্বর হয়ে বর্ণাঢ্য র‍্যালি’র মধ্য দিয়ে উপজেলা ফায়ার সার্ভিসের বর্ণাঢ্য অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শিত হয়।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
ছবি; আমাদের বাণী

উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা এর নেতৃত্বে দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস আয়োজিত র‍্যালিতে অংশ গ্রহন করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান উপজেলা স্বাস্থ্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান এবং পিআইও অফিসের কর্মচারী হাসান রহমান প্রমুখও। এছাড়াও খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উক্ত রেলিতে অংশগ্রহণ করেন।

র‍্যালি উত্তর অগ্নিনির্বাপক মহড়ায় উপজেলা ফায়ার সার্ভিস এর কর্মীদের অগ্নিনির্বাপণ এক মহড়া অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ফায়ারসার্ভিস টিম লিডার ইন্দ্র প্রসাদ বিশ্বাস।

আমাদের বাণী ডট কম/১০ মার্চ ২০২০/সিসি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।