কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  কুষ্টিয়ার খোকসা উপজেলার  ৩৬ ফুটের ব্রিজের কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২০) দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়ন এর আদর্শ গ্রাম ও হেলিপ্যাড সংযোগস্থলে এই ব্রিজের কাজের উদ্বোধন করা হয়।

ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ২৮ লক্ষ ১৯ হাজার টাকা ব্যায়ে এই নির্মাণ কাজ টি করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মাহিম এন্টারপ্রাইজ।

১৪ ফুট চওড়া এই ব্রিজটি নির্মাণ হলে হিজলাবট আদর্শগ্রামের প্রায় দুই শতাধিক গ্রামবাসী উপজেলা সদরের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদুল হাসান জানান, ত্রানের এই ব্রিজটি নির্মাণ হলে এলাকাবাসীর যাতায়াতে অনেক উপকৃত হবে। আর সেই লক্ষ্যেই ২০১৮-১৯ অর্থবছরের এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে।

আমাদের বাণী ডট কম/২৩ ফেব্রুয়ারি ২০২০/এভিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।