“দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল এগারোটার সময় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালী ও হল রুমে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করল উপজেলা প্রশাসন।

র‍্যালী ও আলোচনা সভার উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরূন কান্তা। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, উপজেলা এডমিনিস্ট্রেশন অফিসার চৌধুরী জাহাঙ্গীর, মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের কর্মচারী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা বলেন, জনশক্তি ব্যুরো সরকারি প্রতিষ্ঠান ছাড়া কোন ব্যক্তি অধিবেশনে যাবেন না বিদেশ গমনের সরকারি কাগজ পাতি হাতে নিয়ে এবং নিজেদের কর্ম স্থান থেকে নিশ্চিত হয় অবশ্যই বিদেশ যাবেন। তিনি আরও বলেন নিজেদের কর্মদক্ষতায় নিজের সুরক্ষা ও অধিক সম্পদের আশা করা যেতে পারে। আন্তর্জাতিক অভিবাসন দিবসে আপনাদের সকলের উপস্থিতি ও সর্বাঙ্গীন সচেতনতাই কামনা করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।