উজানের অব্যাহত ঢল ও অতিবৃষ্টিতে কুষ্টিয়ার খোকসা উপজেলার চাঁদটে গড়াই নদীতে তিব্র ভাঙ্গন থেকে রক্ষা করতে শনিবার বিকেলে রাজবাড়ি পানি উন্নয়ন বোর্ডের কর্মীদের জিও ব্যাগ ফেললেন। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের এসও আরিফ আহাম্মেদ, কুষ্টিয়া -৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এর খোকসা উপজেলা প্রতিনিধি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার ও উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন ভাঙ্গন কবলিত গড়াই নদীর চাঁদটে উপস্থিত ছিলেন।

প্রায় দুই হাজার জিও ব্যাগ এর বালি ভর্তি ব্যাগ দিয়ে ভাঙ্গন কবলিত এলাকা রক্ষা করা হবে বলে জানান রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের সহকারী ইঞ্জিনিয়ার। প্রথম দিনে ৫ শত ২০ টি বালি ভর্তি ব্যাগ ফেলে উদ্বোধন করা হয়। দ্বিতীয় দিনে শনিবার ৮শ ৭৭ টি ব্যাগ নদীতে ফেলা হয়।

এ নিয়ে সর্ব মোট ১ হাজার ৩৯৭ টি বালি ভর্তি জিও প্যাক নদীতে ফেলা হলো। গড়াই নদী চাঁদট অংশের ভাঙ্গনের তীব্রতা এখনো রক্ষা পায়নি এলাকাবাসী। এ সময় চাঁদট গ্রামের গণ্যমান্য ব্যক্তি সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।