কুষ্টিয়াাা জেলা সংবাদদাতা; জেলার খোকসায় করোনার এই দুর্যোগের সময় অনেক লোকের সমাগমে মেয়ের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করায়  মেয়ের বাবা ও বর দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ শুক্রবার (২৬ জুন ২০২০)  বেলা বারোটার সময় খোকসা পৌরসভা কমলাপুর জদ্দার পাড়া মোঃ আফজাল হোসেনের মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক মেয়ের বাবা আফজাল হোসেন ও বর মেহেদী হাসানকে যথাক্রমে ১০ হাজার ১০ হাজার মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে।

খোকসা থানার এসআই সুলতান মাহমুদের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী উভয়পক্ষকে উক্ত দণ্ড প্রদান করেন।

এ সময় উভয়পক্ষের সকল অতিথিদের কে বিয়ের অনুষ্ঠান ত্যাগ করে চলে যেতে বলেন। পরে উভয় পক্ষের কয়েকজন লোকের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে বিয়ে সম্পন্ন হয় বলেও জানান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উভয় পক্ষের অতিথিদের শুভ বিবাহ কার্যক্রমের শুভেচ্ছা জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।

আমাদের বাণী ডট কম/২৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।