স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় জরায়ুর মুখ ও স্তন ক্যান্সারের পূর্ব লক্ষণ সনাক্তকরণ সেবা শক্তিশালীকরণ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারদিন ব্যাপী ভায়া ও সিবিই ক্যাম্প শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সকালে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল চারদিন ভায়া ও সিবিই ক্যাম্পের উদ্বোধন করেন।

বিনা মূল্যে সকল মাহিলাকে খোকসা হাসপাতালে চিকিৎসা প্রদান করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের অভিজ্ঞ ডাক্তারগণ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের কারিগরি সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ১১ জন থেকে ১৪ জন ২০১৯ সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই পরীক্ষা করা হবে।

বিনামূল্যে ভায়া ও সিবিই পরীক্ষার জন্য সকল মহিলাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এসে পরীক্ষা করার আহব্বান করেছেন কতৃপক্ষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।