কুষ্টিয়ার কুমারখালী সদকী ইউনিয়নে জিলাপিতলায় গড়াই নদী হতে ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলনের অপরাধে রবিবার দুপুরে ১ জন আসামীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মতে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাস কারাদন্ড দেয়া হয়।

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান উক্ত দন্ড প্রদান করেন। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করায় আসামীদের ছেড়ে দেয়া হয়। বালি উত্তোলনের সকল সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এই অভিযান এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।