আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা সংবাদদাতা;  গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তবে করোনা ভাইরাস সন্দেহে ২৩ জন বৃদ্ধি পেয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৮৯৩ জন।

এদিকে জেলার গোবিন্দগঞ্জে আরো ২ জন আক্রান্ত হওয়া জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা এখনও ২২ জন রয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন। একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে,৩ জন নিজ বাড়ীতে এবং ১৭ জন গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে। এছাড়া ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র পেয়েছে ৮৭ জন।

জেলা সিভিল সার্জন কার্য়ালয়ের সূত্রে আরো জানা যায়, হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে সুন্দরগঞ্জে ১৬, গোব্দিন্দগঞ্জে ২০৪, সদরে ১৫৩, ফুলছড়িতে ১৬৬, সাঘাটায় ২০৫, পলাশবাড়ীতে ২৭, সাদুল্যাপুর উপজেলায় ১২২ জন রয়েছে।

উল্লেখ্য,  স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ এপ্রিল ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮২৭টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৫৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৭৯০ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন। এদের তিনজন পুরুষ, দুজন নারী। পাঁচজনই ঢাকার বাসিন্দা। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।

আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।