আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা সংবাদদাতা;  জেলার গত ২৪ ঘন্টায় মঙ্গলবার করোনা ভাইরাসে নতুন করে আরও একজন আক্রান্ত হয়েছে। নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায়। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ জন। এরমধ্যে একজন মারা গেছে।

বাকিরা একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১২ জন গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ১০ জন রোগী সুস্থ হয়ে তারা ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাওয়া তথ্য মতে ,জেলায় গত ২৪ ঘন্টায় ৭৮০ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ২৬, গোব্দিন্দগঞ্জে ১৪২, সদরে ১২৪, ফুলছড়িতে ১৯০, সাঘাটায় ১৯৫, পলাশবাড়ীতে ২৮, সাদুল্যাপুর উপজেলায় ৯৪ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৫ মে ২০২০) তথ্য অনুযায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও একজন। এ নিয়ে মারা গেছেন ১৮৩ জন।

আমাদের বাণী ডট কম/০৫ মে ২০২০/ভিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।