গোপালগঞ্জ সংবাদদাতা; জেলায় বিপুল পরিমাণ অবৈধ হেপাটাইটিস-বি’র ভ্যাকসিন ও রক্ত রাখার অভিযোগে যমুনা মেডিকেল নামে একটি ফার্মেসির মালিক আব্দুল আলিমকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২০)  দুপুরে জেলা শহরের ডিসি রোড এলাকার স্বর্ণ টাওয়ারে অভিযান চালিয়ে এ সাজা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দীপু।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দীপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ টাওয়ারে যমুনা মেডিকেল সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ২৪৯ পিস অবৈধ হেপাটাইটিস-বি’র ভ্যাকসিন, তিন ব্যাগ রক্ত ও ওষুধের মোড়ক উদ্ধার করা হয়।

এসব রাখার দায়ে মেডিকেল সাপ্লাইয়ের মালিক আব্দুল আলিমকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করে। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের বাণী ডট কম/১৪ জুলাই  ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।