কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্তর্গত সাহারবিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ ছোট্ট গ্রাম মাইজঘোনার মাঝখান দিয়ে চলে গেছে উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক।মাইজঘোনার সড়কটি চকরিয়া-বদরখালী-মহেশখালী- কে বি জালালউদ্দিন সড়কের সংযোগস্হল। বাংলাদেশের সবচেয়ে বড় কয়লাবিদ্যুৎ প্রকল্প মাতারবাড়ি তে মালামাল পরিবহন সহ সব ধরনের যোগাযোগ ও পন্য পরিবহনের একমাত্র সড়ক ও এটি।

স্হানীয় সুত্র জানায় বেশ কিছুদিন আগে একটি ট্রাকের ধাক্কায় মাইজঘোনা বায়তুর রহমান মসজিদের পাশে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে গিয়ে বিপদজনক অবস্থায় সড়কের পাশে হেলে পড়ে।

সরেজমিনে দেখা যায় এই খুঁটি থেকে প্রায় ৩০-৩৫ টি বৈদ্যুতিক সংযোগ নিয়েছে এলাকাবাসী।এতে করে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের কোন দূর্ঘটনা।
এই নিয়ে এলাকাবাসী বারবার কতৃপক্ষের দৃষ্টি আর্কষণ করলে ও প্রতিকার পাননি।

এমতাবস্থায় আজ শনিবার সকালে সামাজিক মাধ্যমে ঘটনার ব্যাপারে অবগত হয়ে ঘটনাস্হলে ছুটে যান চকরিয়া পিডিবি’র আবাসিক কর্মকর্তা মঈন উদ্দীন এবং তার নির্দেশে অতিদ্রুততার সাথে খুঁটি টি অপসারন করার কাজ শুরু হওয়ায় ও নতুন খুঁটি স্হাপনের নির্দেষনা প্রদান করায় উনাকে আন্তরিক সাধুবাদ জানান অত্র এলাকার সর্বস্তরের জনগণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।