চলতি ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকেই সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে এ দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

দুপুরে ক্যাম্পাসের টিএসসি রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে অপরাজেয় বাংলা কলা ভবন হয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ, মধুর ক্যান্টিন ঘুরে ফের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তারা।

সমাবেশে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র শামিম আহমেদ বলেন, ‘এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মা, মাটি। আজকে সময় এসেছে একত্রিত হওয়ার, জাগ্রত হওয়ার। এখন যদি আমরা জাগ্রত না হই, একটা সময় সর্বহারা হয়ে যাব। এই ঢাবি প্রশাসন যেভাবে চিন্তা করছে, আমরা সেভাবে হতে দিতে পারি না। তাই বন্ধুরা আসুন সমবেত হই।’

প্রথম বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন কীভাবে আমরা অপমানিত লাঞ্ছিত হয়েছি। আজ সময় এসেছে সমবেত হওয়ার, জেগে উঠার। অধিকার আদায়ের কথা বলার। আজ আমরা আমাদের প্রাণের দাবিতে একত্রিত হয়েছি।’

এসময় তাদের বহন করা ব্যানার ও স্লোগানে বলা হয়, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান’, ‘আমরা আছি থাকব, যুগে যুগে লড়ব’, ‘বাতিল চাই বাতিল সাত কলেজ বাতিল চাই’, ‘সাত কলেজের অধিভুক্তি, বাতিল করতে হবে, করতে হবে’ ইত্যাদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।