মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা;  বন্যায় ক্ষতিগ্রস্থ জগন্নাথপুরে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া নেয়া সহ পানি বন্দী ৪০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী  উপজেলার সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় ও জমাত উল্লাহ আটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে আশ্রিত সহ ৪০ টি পরিবারের বন্যার্তদের মধ্যে আজ ১৫ ই জুলাই রোজ বুধবার দুপুরে চাল,ডাল, শুকনো খাবার, পানি বিশুদ্ধ করন টেবলেট ও ইউনিসেফ কর্তৃক প্রাপ্ত স্যানিটেশন সামগ্রী বিতরণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম ।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম, বাংলাদেশ আওয়ামী লীগ জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাশিম, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমদ চৌধুরী শেরন, জগন্নাথপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী মোঃ সাঈফ উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান (৬নং ওয়ার্ড মেম্বার) মোঃ আব্দুল হাসিম, ৫ নং ওয়ার্ড এর মেম্বার মোঃ তারা মিয়া, কলকলিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফখরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ প্রমুখ।

উপহার সামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম বলেন, আবারও অতি পাহাড়ি ঢল আর অতি বৃষ্টির কারণে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল তলিয়ে গিয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয়ের দিক নির্দেশনায় জেলার বন্যা কবলিত এলাকার আশ্রয় কেন্দ্রে আশ্রিত সহ পানি বন্দী অসহায ও কর্মহীন মানুষদের বাসাবাড়িতে গিয়ে শুকনো খাবার প্রতিনিয়ত বিতরণ করা শুরু হয়েছে এবং বন্যার উন্নতি না হওয়া পর্যন্ত সরকারি খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

আমাদের বাণী ডট কম/১৫ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।