ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান তথ্য কর্মকর্তা ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সোমবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, সোমবার অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু স্থগিত পরীক্ষাটি কবে আয়োজন হবে সে বিষয়ে জানানো হয়নি। তবে আগামী ২-৩ দিনের মধ্যে এ পরীক্ষার দিন সময় ঘোষণা করা হবে।

এরআগে শনিবারও (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

এছাড়া রোববার সন্ধ্যা ৭টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত ২০১৭ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে রোববার বেলা ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও উপকূলীয় অঞ্চলে গাছপালা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।