জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের নিজস্ব ভবন নির্মাণ করে ক্লাস রুম ও ল্যাব সংকট সংকট নিরসনের দাবীতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায়  বিশ্ববিদ্যালয়ের অমর একুশে পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখে ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী খান মুনতাসির আরমান, ছাত্র ফ্রন্টের সংগঠক কনজ কান্তি রায় প্রমুখ।

সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুম্মিতা মরিয়ম বলেন: ” বিশ্ববিদ্যালয় আজকে কিভাবে অর্থ আয় করা যায় সেদিকে চিন্তা করছে কিন্তু একটি অনুষদের ক্লাস করার জায়গা নাই সেদিকে মনোযোগ দিচ্ছে না।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে আইন অনুষদের ক্লাসরুম সংকট নিরসনের দাবী করেন। মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।